ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

এয়ার ফ্রেশনারে সুরভিত ঘর, কিন্তু...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এয়ার ফ্রেশনারে সুরভিত ঘর, কিন্তু...

দুর্গন্ধ ও স্যাঁতস্যাঁতে ভাব দূর করে একটুখানি সুগন্ধীতে ঘর ভরে দিতে অফিস কিংবা বাড়িতে প্রতিনিয়তই এয়ার ফ্রেশনার ব্যবহার করা হয়।  

আপাত দৃষ্টিতে নিরাপদ মনে হলেও এয়ার ফ্রেশনার ব্যবহারে অনেক ধরনের সমস্যা হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

 এটি থেকে তাৎক্ষণিকভাবেই মাথা ব্যথা, বমি বমি ভাব এবং বিষণ্নতা দেখা দেয় অনেকের।   

বিশেষজ্ঞরা বলছেন এর মধ্যে রয়েছে রাসায়নিক থ্যালেট, এটি প্লাস্টিকের বোতল এবং বক্স তৈরির কাজে লাগে। এই ক্ষতিকারক রাসায়নিক হরমোনের ক্ষতি করে।  
সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন, ঘরের ভেতরে রুম ফ্রেশনার স্প্রে করলে তা বিক্রিয়া দ্বারা বিভাজিত হয়ে ক্ষতিকর যৌগে পরিণত হয়। আর তাই  এয়ার ফ্রেশনার ব্যবহারের সময় যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে: 

•    বিষাক্ত বাতাস যেন ফুসফুসে ঢুকতে না পারে এজন্য স্প্রে ব্যবহারের সময় মাস্ক পরে নিন 
•    বাড়িতে বয়স্ক বা শিশুরা থাকলে এয়ার ফ্রেশনার কম ব্যবহার করুন 
•    হার্টের সমস্যা অথবা শ্বাসকষ্ট থাকলেও এয়ার ফ্রেশনার ব্যবহার না ভালো।  

তারপরও যদি ব্যবহার করতে চান, এয়ার ফ্রেশনার তৈরি করা শিখে নিন।  তাহলে আর কখনোই বাজারেরটি কিনতে হবে না।  

উপাদান
১ চা চামচ বেকিং সোডা, ১ টেবিল চামচ লেবুর রস, ২ কাপ (৫০০মিলি) পানি।  

যেভাবে করবেন
সব উপাদান একটি পাত্রে নিয়ে চামচ নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন।  ভালোভাবে মেশানো হলে স্প্রে বোতলে ভরে নিন। তৈরি হয়ে গেল এয়ার ফ্রেশনার। ঘরকে সুগন্ধময় রাখতে নিজের তৈরি ফ্রেশনার দিনে দুই থেকে তিন বার স্প্রে করুন।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।