ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বিষণ্ণ মন সজীব করার উপায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
বিষণ্ণ মন সজীব করার উপায়

সপ্তাহের শেষে ঘর গুছাতে গেলে দেখা যায় অনেক অপ্রয়োজনীয় জিনিস বা ময়লা পড়ে থাকে ঘরের কোণায় কোণায়। কিংবা বাসা পরিবর্তনের সময়ও এরকম অনেক জিনিস দেখা যায়।

যেসব ফেলে দিয়ে পরিচ্ছন্ন একটা বাসা আমরা পাই। আবার পড়ার টেবিল বা অফিস টেবিলের ড্রয়ারগুলোতেও এরকম অনেক অপ্রয়োজনীয় জিনিস জমে। সপ্তাহ বা মাস শেষে চেক করতে গেলে দেখা যায় যে অনেক অপ্রয়োজনীয় কাগজ বা ময়লায় ভর্তি সেসব।  আমাদের জীবনেও এরকম হাজার কাজে ব্যস্ত হয়ে মননে মগজে অনেক ক্লেদ নর্দমা জমা হয়। যেগুলোর কারণে অনেক সময় আমাদের মন বিষণ্ণ থাকে। সেগুলো দূর করার জন্য এরকম পরিচ্ছন্নতা অভিযান দরকার হয়। সেটা কীভাবে? জেনে নিন: 

•    দূরে কোথাও বেড়াতে যাওয়া নীলাকাশ, বিস্তির্ণ জলরাশি, গহীন জঙ্গল, অবারিত প্র্রকৃতির কাছে যেতে পারিড. সফিকুল ইসলাম

•    কোনো ধর্মীয় আয়োজনে অংশ নিতে পারি। যার যার ধর্মের বিভিন্ন আলোচনা সভা হয়, প্রার্থনা সভা হয় সেখানে যেতে পারি

•    বিনোদন জগত যেমন গান শোনা, মুভি দেখা, নাটক দেখা, থিয়েটার পাড়ায় যাওয়া এরকম আরও নানান কিছু হতে পারে

•    পছন্দের বই পড়া, কবিসভায় বসা, সাহিত্যের আড্ডায় মাতা, বুদ্ধিবৃত্তিক আলোচনায় যোগ দেওয়া যায়

•    সামাজিক অনুষ্ঠানে যাওয়া, বিভিন্ন ক্লাবে যোগদান করা 
•    পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করা, যোগাযোগ করে আড্ডা দেওয়া

•    যোগব্যয়ামের দলে, হাঁটা ক্লাবে, জিমে বা যে কোনো ক্রীড়া ক্লাবে যুক্ত হওয়া

•    পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু করা, সমাজ বা রাষ্ট্রের কল্যাণে কিছু করা, হাসপাতালে রোগী দেখতে যাওয়া, জানাজায় বা শেষকৃত্যে যাওয়া ।


এসব করলে কী হয়? মনন ও মগজে যে ক্লেদ জমা হয় দিনের পর দিন মাসের পর মাস, সেসব দূর হয়। নতুন করে প্রাণ সঞ্চার হয়, ভাবনায় নতুন মাত্রা যোগ হয়, জীবনযাত্রায় পরিবর্তন আসে, ফিলোসফিতে গভীরতা আসে, ভারসাম্য আসে সব কিছুতে আর চলার পথ সুগম হয়, আগের চেয়ে সহজ আর মসৃণ হয়।  

লেখক -ড. সফিকুল ইসলাম 
(সরকারি কর্মকর্তা, উপসচিব, অর্থ মন্ত্রণালয়)

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।