ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

করোনাকালের শারদীয় উৎসবে কেমন সাজলেন তারকারা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
করোনাকালের শারদীয় উৎসবে কেমন সাজলেন তারকারা বিপাশা বসু সঙ্গে স্বামী করণ সিং গ্রোভার

শারদীয় উৎসবে নিজেকে দেবী রূপেই যেন দেখতে চান বাঙালি নারীরা। বাদ যান না বলিউড-টালিউড-ঢালিউড তারকারাও।

বেশিরভাগ তারকাই পূজার সময় শাড়ি পরতেই পছন্দ করেন।  

প্রতিবছর মহা ধুমধামে উদযাপিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা। এবার অবশ্য করোনাপরিস্থিতির কারণে পূজায় প্রাণ নেই। তবে সাজগোজ থেমে নেই তারকাদের। ঘরে বসে নানা ঢংয়ে পোজ দিয়ে ছবিও পোস্ট করছেন তারা। তেমনি পূজার সাজে বিভিন্ন পোজে ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।  

উৎসবের দিনে নিজেকে সেরা দেখাতে লাল পাড়ের সাদা শাড়ি বেছে নিয়েছেন বলিউড তারকা বিপাশা বসু। সঙ্গে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে পূজা দেওয়ার সময় পোশাকের সঙ্গে মিলিয়ে গয়নাও পরেছেন তিনি।  

বিদ্যা সিনহা মীম

ঠোঁট রাঙিয়ে, কাজল চোখে, যত্ন করে উৎসবের প্রতিটি দিন সেজেছেন বিদ্যা সিনহা মীম। তবে প্রতিদিনই ডিজাইনার্স সালোয়ার কামিজেই দেখা গেছে প্রিয় তারকাকে।  

স্বস্তিকা

পূজার সাজে বিভিন্ন পোজে ছবি শেয়ার করেছেন কলকাতার নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। বাঙালি নারীর চিরন্তন শাড়ির সাজে অপরূপ লেগেছে তাকে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।