ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

উদ্যোক্তা হবেন, আগে প্রাইসিং জানতে হবে  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
উদ্যোক্তা হবেন, আগে প্রাইসিং জানতে হবে  

করোনার এই সময়ে আমাদের দেশে তরুণদের একটি বড় অংশ চেষ্টা করছেন নিজেরা উদ্যোক্তা হয়ে বেকারত্ব দূর করতে। আর তাদের বেশিরভাগ উদ্যোগই দেশি পণ্য নিয়ে।

দেশের মানুষের কাছে নতুন করে দেশি পণ্য জনপ্রিয় করতে ও মানসম্মত পণ্য পৌঁছে দিতে আস্থা ও বিশ্বাসের সঙ্গে কাজ করছেন প্রত্যেক উদ্যোক্তা।  

তবে নতুন ব্যবসায় নেমে অনেকেই ঠিক করে উঠতে পারছেন না, পণ্যের মূল্য কীভাবে নির্ধারণ করবেন। এতে করে অনেকে না বুঝেই বেশি দাম নিতে গিয়ে তার বাজার হারাচ্ছেন, অন্যদিকে আবার অনেকে দাম অনেক কম রেখে নিজেরাও ক্ষতির মুখে পড়ছেন, বাজারও নষ্ট করছেন।  

এদিকে অনেক জনপ্রিয় উদ্যোক্তা অভিযোগ করেন, ক্রেতা সেজে তাদের কাছে পণ্যের দাম জানতে চেয়ে অনেকেই তার পণ্যের চেয়ে কিছুটা কম দাম রেখে একই পণ্য বাজারজাত করছেন। এটাকে অনেকেই এক ধরনের প্রতারণাও মনে করছেন।  
তাহলে উপায়, নতুনরা কীভাবে তাদের পণ্যের দাম নির্ধারণ করবেন, দাম ঠিক করার সময় কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে? আসুন জেনে রাখি: 
•    পণ্যটি কোথায় পাওয়া যায়, সেই জায়গার দূরত্ব 
•    পণ্যের দাম
•    পণ্য আনতে যে সময় ও অর্থ ব্যয় হয় 
•    পণ্যের মান
•    প্যাকেজিং 
•    পণ্যটি কতদিন পর্যন্ত ভালো থাকবে 
•    প্রচারণার খরচ 
•    কর্মীর বেতন 
•    অফিস ভাড়া 
•    বিদ্যুৎ, ইন্টারনেট বিল 
•    অন্যান্য খরচ হিসাব করার সঙ্গে সঙ্গে নিজের জন্য কিছু হলেও লাভ রাখতে হবে।  
যদি নিজে নিজে সব কিছু হিসাব করে বের করতে না পারেন, তবে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। ভালো মানের পণ্য, আন্তরিকভাবে, সঠিক মূল্যে গ্রাহকের কাছে দ্রুত পৌঁছে দিন। একই জিনিস যখন প্রয়োজন হবে তিনি আপনাকেই আবার খোঁজ করবেন।  

আপনি দাম কীভাবে ঠিক করবেন বুঝতে না পারলে সরাসরি জিজ্ঞেস করবেন!! যারা জানে তারা কেউ আপনাকে নিরাশ করবে না, সাধ্যমতো চেষ্টা করবে সবাই।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।