ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

এবার মাদারীপুরে রঙ বাংলাদেশ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এবার মাদারীপুরে রঙ বাংলাদেশ 


ঐতিহ্যের দুই যুগ পেরিয়ে চলছে রঙ বাংলাদেশ। সময়ের আবর্তে মহামারির বলয়ে এখন আমরা।

জীবন তবুও থেমে নেই এই করোনাকালেও।  

মহামারি আমাদের শিখিয়েছে নিদানকালেও কর্মতৎপরতা চলমান রাখার বিকল্প নেই। সেই কাজের ধারাবাহিকতায় সম্প্রতি রঙ বাংলাদেশ এবার জেলা শহর মাদারীপুরে। এটি দেশীয় ফ্যাশন হাউসটির ২৬তম শাখা।  

মাদারীপুরের নতুন এই  আউটলেটেও ক্রেতারা পোশাক, অ্যাকসেসরিজসহ প্রতিটি ফ্যাশন পণ্য পাবেন।

রঙ বাংলাদেশের সাব ব্র্যান্ডগুলোতেও থাকছে সংগ্রহের নতুন আয়োজন- তরুণ প্রজন্মের পছন্দকে মাথায় রেখে ওয়েস্ট রঙ এর পোশাক, বয়োজ্যেষ্ঠদের আপন ভূবন শ্রদ্ধাঞ্জলি আর শিশুতোষ ফ্যাশনের আনন্দময় ভূবন রঙ জুনিয়র।  

পরিবর্তিত সময়ের বাস্তবতায় এখন অনলাইনে পোশাক কিনতে পারেন। প্রতিষ্ঠানটির রযেছে হোম ডেলিভারির সুবিধা।  


বাংলাদেশ সময় ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।