ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কেন কানে খোঁচাখুঁচি নয়? 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
কেন কানে খোঁচাখুঁচি নয়? 

কানে ময়লা জমে চুলকাতে পারে, বা ছোট কোনো পোকাও যেতে পারে, যেতে পারে পানিও। যাই না কেন, কান আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অংশ।

কোনো সমস্যা হলেই কানে কটন বাড বা অন্য কিছু দিয়ে খোঁচাখুঁচি করা যাবে না।  কারণ সব সময়ই কানে করতে খোঁচাখুঁচি বারণ করেন চিকিৎসকরা। তারা বলেন- 

  • ময়লা হাঁচি-কাশি-গোসল-ঘুম ইত্যাদি নানা জৈবিক কাজের হাত ধরেই বেরিয়ে যায়। আলাদা করে খুঁচিয়ে বের করতে হয় না
  • আঙুল বা কটন বাডস দিয়ে খোঁচাখুঁচি করলে কানের ভেতরে প্রাচীরে আঘাত লাগতে পারে 
  • সংক্রমণও হতে পারে, কমে যেতে পারে শ্রবণশক্তি, যা মারাত্মক বিপজ্জনক।  
  • কানে ময়লার পরিমাণ বেশি থাকলে, যা করতে হবে
  • অলিভ অয়েল দিয়ে রাখুন কানের ময়লা নরম হয়ে বেরিয়ে যাবে
  • গোসলের সময় পানি ঢুকলে পরিষ্কার নরম কাপড় দিয়ে মুছে নিন। বাকিটা ঠিক সময়মতো বেরিয়ে যাবে।  

কানে তীব্র ব্যথা হলে বা পানি ঢুকে বের না হলে কোনো অবহেলা করা যাবে না। দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।