ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

করোনার ছুটিতে শিশুদের সময় কাটছে স্মার্টফোন-ট্যাব-টিভিতে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মে ৬, ২০২০
করোনার ছুটিতে শিশুদের সময় কাটছে স্মার্টফোন-ট্যাব-টিভিতে শিশু

বিশ্বের প্রায় প্রতিটি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি করোনা ভাইরাস। এই অবস্থায় নিরাপদে থাকতে স্কুল কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর এই লম্বা ছুটিতে শিশুদের সময় কাটছে স্মার্টফোন-ট্যাব-টিভিতে।  

এই যখন অবস্থা, পুরো পরিবার পড়েছে চিন্তায়, এতো বাচ্চাদের, কীভাবে যে এই অভ্যাস থেকে ফেরানো যাবে... 

বিশেষজ্ঞদের মতে, শিশু-কিশোরদের জন্য প্রযুক্তি পণ্যের ব্যবহার একদমই ঠিক নয়। কারণ:

•    চোখ দিয়ে পানি পড়া, মাথাব্যথা, স্নায়ুবিক দুর্বলতা, উচ্চরক্তচাপ হতে পারে 

•    ফোনের আসক্তি শিশুকে স্থুলকায় করে তুলতে পারে

•    মানসিকভাবে তারা সবসময় এসব প্রযুক্তি নিয়ে ভাবতে থাকে।

তাতে অন্যান্য খেলাধুলা, পড়াশুনায়ও মনোযোগ দিতে পারে না 

•    শিশুদের পিঠে বা ঘাড়ে ব্যথার অন্যতম কারণ এই আসক্তি।  

•  এই অবস্থা থেকে মুক্তি পেতে  নিজেরা সারাক্ষণ ফোনে ব্যস্ত না থেকে শিশুকে সময় দিন 
•    দিনের বেশিরভাগ সময় তাকে ব্যস্ত রাখুন 
•    শিশুর জন্য ছড়ার বই, ছবিসহ বই এনে দিতে পারেন।

যদি কখনো শিশুর হাতে ফোন বা ট্যাব দিতেও হয় অবশ্যই ইন্টারনেটের সংযোগ বন্ধ করে দেবেন। আর টিভি দেখার জন্যও সময় ঠিক করে দিতে হবে।


বাংলাদেশ সময়: ১৭৩৮ঘণ্টা, মে ০৬, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।