ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ভালোবাসার বসন্ত উদযাপনে সঙ্গী হোক স্টেক 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
ভালোবাসার বসন্ত উদযাপনে সঙ্গী হোক স্টেক  স্টেক 

শীতের হিমেল হাওয়া বিদায় নিচ্ছে, বসন্ত বাতাসে ঝিমধরা শীত নেই, আছে শুধুই ভালোবাসা। হবেই। ভালোবাসা দিবস আর বসন্ত বরণ যখন একসঙ্গে একই দিকে পালন করা হয়, তখন উদযাপন হয় আরও উৎসব মুখর। 

এই বিশেষ দিনে তৈরি করতে পারেন বিফ স্টেক। জেনে নিন রেসিপি:


উপকরণ
•    হাড় ছাড়া গরুর মাংস ২ কেজি
•    আদা পেস্ট ১চা চামচ,
•    হট টমেটো সস ১/২ কাপ, গোলমরিচ গুঁড়া সামান্য
•    রসুন পেস্ট ১চা চামচ,
•    জিরার গুঁড়া সামান্য স্টেক স্পাইস পরিমাণ মতো,
•    অলিভ অয়েল ৫ টেবিল চামচ, লবণ ও মরিচ-স্বাদমতো।

প্রস্তুত প্রণালী
মাংস পছন্দমতো কেটে ধুয়ে নিন। একটি পাত্রে সব উপকরণ নিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিন। এবার স্টেকগুলো মসলা মেখে মেরিনেট করে ৩ থেকে ৪ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। গ্রিলে স্টেক দিয়ে মাঝারি তাপমাত্রায় গ্রিল করুন। ওভেনেও গ্রিল করে নিতে পারেন।

লক্ষ্য রাখবেন স্টেক যেন খুব শক্ত না হয়ে যায়। এরপর স্টেকের ওপর গ্রেভি দিয়ে আপনার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্টেক।


বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।