ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নিমিষেই দূর হবে মুখের ক্লান্তি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
নিমিষেই দূর হবে মুখের ক্লান্তি স্প্রে করে নিন ফেসিয়াল মিস্ট

ঠান্ডা আবহাওয়ায় মুখের ত্বক যেন সব সময়ই ক্লান্ত দেখায়। এমন রোগা-রোগা-ক্লান্ত মুখ নিয়ে থাকতে একেবারেই ভালো লাগে না। তাহলে এর থেকে মুক্তির উপায়ই বা কী! 

রয়েছে তো খুব সহজ উপায়, নিমিষেই দূর হবে মুখের ক্লান্তি। যদি থাকে ফেসিয়াল মিস্ট।

একবার স্প্রে করে নিন, মুহূর্তেই সতেজতা ফিরে পাবেন।  

চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন পছন্দের ফেসিয়াল মিস্ট। জেনে নিন কীভাবে বানাবেন: 

পাত্রে তিন কাপ পানি ফুটিয়ে আধা কাপ পুদিনাপাতা দিন। চুলা বন্ধ করে পানি ঠান্ডা করে নিন। এবার একমুঠো গোলাপের পাপড়ি যোগ করে আরও ১৫ মিনিট ফুটিয়ে নিন। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। সব শেষে ছেকে স্প্রে বোতলে ঢেলে আধা চামচ লেবুর রস ও কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে মুখ বন্ধ করে ঝাঁকিয়ে দিন।  

ক্লান্ত লাগলেই একবার স্প্রে করে নিন ফেসিয়াল মিস্ট, এবার সতেজ ত্বকের ম্যাজিক দেখুন।  


বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।