ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সেও কি আপনাকেই মিস করছে!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
সেও কি আপনাকেই মিস করছে! প্রিয় মানুষের অপেক্ষায়

আমাদের প্রায়ই জানতে ইচ্ছে হয়, প্রিয় এমন কি কেউ কোথাও আছে, যে আমারই কথা ভাবছে? দূরে বা কাছে যখন চোখের আড়ালে থাকে, প্রিয় মানুষটি মনের মধ্যে ঠিকই উঁকি দেয়। আর এই ডিজিটাল যুগেও মন দিয়েই সেই অনুভূতি অনুভব করেন কেউ কেউ। 

আবার কিছু মিথও রয়েছে, এই ভালো লাগার মানুষের আপনাকেই মিস করা নিয়ে। জেনে নিন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন কেউ আপনাকে মিস করছে:  

•    কিছুতেই হেঁচকি থামতে চাইছে না? অনেকেই বিশ্বাস করেন ক্রমাগত হেঁচকি ওঠা মানে কেউ আমাদের কথা ভাবছেই

•    মনে হয় কেউ যেন ছুঁয়ে রয়েছে, প্রিয়জন যখন আমাদের মনে করে বা আমরা কোনো প্রিয়জনকে মিস করি তখনই নাকি এমন হয় 

•    খাওয়ার সময় বিষম খেলেন? পাশের জন বলে দেবে, কে ভাবছে তোমার কথা!


•    যার সঙ্গে অনেকদিন দেখা হয়নি বা কথা হয়নি এমন কেউ যদি বারবার আপনার স্বপ্নে আসতে থাকে তাহলে মনোবিদরা বলে থাকেন সে আমাদের মনে করছে৷


•    কখনও একা থাকতে ভালো লাগছে না, আবার কখনও একাকিত্ব উপভোগ করছেন৷ কখনও আনন্দ হচ্ছে, কখনও দুঃখ৷ এভাবে আবেগ ওঠানামা করলে বুঝবেন কাছের মানুষ আপনাকে মিস করছে৷

প্রচলিত মিথ অনুযায়ী এগুলো অনেকেই বিশ্বাস করেন, অনেকেই আবার এসবকে কুসংস্কার ভাবেন।

বিশ্বাস তো নিজের, ভালো লাগার মানুষকে নিয়ে ভাবতে তো আর মানা নেই।   


বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।