ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

হেলমেট...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৯
হেলমেট... হেলমেট ব্যবহারে

একটা বাইক থাকলে রাস্তায় চলাটা খুব সহজ হয়ে যায়। বাইকে সময় ও খরচ বাঁচে, তবে জীবন কিন্তু থাকে ঝুঁকিতে। সেই ঝুঁকি আবার অনেকটা কমে যায় যদি একটা হেলমেট ব্যবহার করা হয়। 

নতুন ট্রাফিক আইনের কারণেই আজকাল প্রায় সব বাইকারের কাছেই হেলমেট দেখা যায়। হেলমেটটা মাথায় থাকে, একটা নোংরা হেলমেট পরতে কি ভালো লাগে? 

হেলমেটটি ‍নিয়মিত পরিষ্কার করা খুব জরুরি, যে বিষয়টা আমরা অনেকেই গুরুত্ব দিতে চাই না।

অথচ হেলমেট ব্যবহারে দুর্ঘটনায় আমাদের অনেকটাই নিরাপদ রাখতে পারে। এছাড়া হেলমেটের কাচটা নামিয়ে পরলে ধুলোবালি সরাসরি চোখে-নাকে ঢুকতে পারে না।

প্রয়োজনীয় এই হেলমেটেরও প্রয়োজন যত্নের। মাথার চুল ভালো রাখতে, সংক্রমণ এড়াতে হেলমেটের ভেতরের দিকে ‍অবশ্যই পরিষ্কার রাখতে হবে। সপ্তাহে একদিন নিয়ম করে হেলমেটটা রোদে দিন। হেলমেটের সামনের কাচ পরিষ্কার রাখতে প্রতিদিন একবার করে মুছে নিন।  

মাসে একবার হেলমেটের ভেতরটা সরাসরি ডিটারজেন্টে ডুবিয়ে, ডেটল বা স্যাভলন দিয়ে ধুয়ে দিতে পারেন।  

হেলমেট কেনার সময় মাথার মাপ অনুযায়ী বুঝে কিনবেন। বাজারে ৫০০ টাকা থেকে দুই হাজার টাকায় হেলমেট পেয়ে যাবেন।  

যদি বাইকে অন্য কেউ ওঠেন তবে আলাদা একটা হেলমেট সঙ্গে রাখুন। নিরাপত্তার জন্য বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৯
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।