ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বোগোবিডি ডট কম হ্যালোইন কস্টিউম পার্টি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
বোগোবিডি ডট কম হ্যালোইন কস্টিউম পার্টি হ্যালোইন কস্টিউম পার্টি

রাজাধানীতে বেড়ে গেছে ভূতের আনাগোনা, আর এসব ভূতেরাই ছেলে বুড়ো সবার সঙ্গে মজার মজার সব কাণ্ড-কারখানা আর সুস্বাদু সব খাবার খেয়ে আনন্দ করতে জড়ো হচ্ছে গুলশানের শেফস টেবিলে। 

এখানে সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক চেইন পাস্তা মানিয়া আর ইটালির বিখ্যাত জিলাটোফিক্সের মজাদার সব খাবার আর রোমাঞ্চকর অদ্ভূতুড়ে সব আয়োজন নিয়ে সাজানো হয়েছে এই হ্যালোইন কস্টিউম পার্টি।  

বোগোবিডি ডট কম-এর সৌজন্যে মাত্র ১,০০০/- (এক হাজার) টাকায় সাত ইঞ্চির একটি পিৎজা অথবা পাস্তা, হ্যালোইন ওয়েলকাম ড্রিঙ্ক এবং এক স্কুভ ক্ল্যাসিক জিলাটোর সঙ্গে উপভোগ করা যাবে পুরো আয়োজন।

 

উৎসব চলবে ৩১ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।