ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

জাভেদ হাবিব কেন চুলে সরিষার তেল মাখতে বলেন! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
জাভেদ হাবিব কেন চুলে সরিষার তেল মাখতে বলেন!  তেল ব্যবহারে

আজকাল অনেকেই চুলে তেল দিতে চায় না। কিন্তু চুল পড়া রোধে ও চুলে পুষ্টি জোগাতে নিয়মিত তেল ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 

বিখ্যাত হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব চুলের যত্নের বিষয়ে যা বলেন, শ্যাম্পু করার আগে মাথায় তেল লাগানো উচিত। সেই তেল হবে অবশ্যই সরিষার তেল।

 

বাজারে এত ধরনের তেল থাকতে জাভেদ হাবিব কেন সরিষার তেল মাখতে বলেন? কারণ: 


•    অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ সরিষার তেল নিয়মিত ম্যাসাজ করলে খুশকি দূর হয়  
•    চুল হয় কোমল ও মসৃণ 
•    তেল মাথার তালুতে পুষ্টি জোগায়
•    চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায়
•    অকালে চুল পেকে যাওয়া রুখতেও সাহায্য করে
•    ক্লান্তি দূর করে 
•    মাথায় রক্ত চলাচল স্বাভাবিক হয়।  


যেভাবে ব্যবহার করবেন

সরিষার তেল ২ কাপ, নারকেল তেল ১ কাপ ও  ১ টেবল চামচ মেথি দিয়ে মিশিয়ে রেখে দিন। ব্যবহার করার আগে ১ মিনিট গরম করে নিন। শ্যাম্পু করার একঘণ্টা আগে এই তেল মাত্র ৫ মিনিট ম্যাসাজ করে নিন।  


বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।