ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

স্পর্শকাতর ত্বকের সানস্ক্রিন ক্রিম

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
স্পর্শকাতর ত্বকের সানস্ক্রিন ক্রিম স্পর্শকাতর ত্বকে

অনেকেরই রোদের বের হলেই ত্বক লাল হয়ে ‍যায়, অ্যালার্জির মতো হয়ে কালচে দাগ পড়ে। হারানো জেল্লা ফিরে পেতে দরকার ত্বকের ভেতর থেকে সুরক্ষা। আর সেটাই করে সানস্ক্রিন ক্রিম। 

জেনে নিন ত্বক স্পর্শকাতর হলে কোন সানস্ক্রিন ক্রিম ব্যবহার করবেন: 

বিশেষজ্ঞরা বলেন, অ্যালোভেরা সমৃদ্ধ হাওয়াইয়ান সান লোশন খুব হাল্কা। ফলে, রোদে বেরোনোর আগে মাখলেও ত্বক চটচটে হয় না।

এই ক্রিমের বাড়তি আর্দ্রতা ত্বককে রাখে স্নিগ্ধ-সজীব।  
 

রোদে ঘুরে যেমন আপনি শ্রান্ত তেমনি ক্লান্ত আপনার ত্বকও? গাজর, অ্যালোভেরা, শসা, গ্রিন টি দিয়ে তৈরি খাদি ন্যাচারাল নামের সানস্ক্রিন ক্রিমও ব্যবহার করতে পারেন।  

অ্যালোভেরা সমৃদ্ধ ব্যানানা বোট ক্রিম নিয়মিত ব্যবহারে ট্যান, সানবার্ন, লালচে ভাব কমবে অনায়াসে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।