ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ম্যানুয়াল না ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করবেন?

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
ম্যানুয়াল না ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করবেন? টুথব্রাশ

আগের দিনে মানুষ দাঁতের সুরক্ষায় নিম গাছের চিকন ডালের মেসওয়াক দিয়ে দাঁত মাজতেন। এরপর এলো পেস্ট-ব্রাশ। বহুদিন ধরে ম্যানুয়াল টুথব্রাশ দিয়েই দাঁত পরিষ্কার করি আমরা। সেই তালিকায় আজকাল যুক্ত হয়েছে ইলেকট্রিক ব্রাশ। 

ম্যানুয়াল না ইলেকট্রিক ব্রাশ ব্যবহার করবেন, তাই ভাবছেন? জেনে নিন কোনটির কি সুবিধা:  

ম্যানুয়াল টুথব্রাশ

•    সব জায়গায় পাওয়া যায়

•    দামের দিক থেকেও তা সস্তা‍

•    বেশিদিন ব্যবহার করা যায়

•    বয়স্ক আর বাচ্চাদের জন্য ম্যানুয়াল টুথব্রাশ ব্যবহার করা বেশি নিরাপদ।  


ইলেকট্রিক টুথব্রাশ

•    দাঁতের ওপর জমে থাকা প্লাকের স্তর সরাতে কার্যকর

•    ব্রিসলগুলি ভাইব্রেট ও রোটেট করে 


•    কম সময়েই দাঁত ও মুখের ভেতরে পরিষ্কার করা যায় 

•    টুথপেস্টও কম অপচয় হয়

•    ইলেকট্রিক টুথব্রাশের দাম ৪০০ টাকা থেকে শুরু।

নিয়মিত চার্জ দিতে হয়।  

এবার সিদ্ধান্ত আপনার, ম্যানুয়াল না ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করবেন।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।