ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ডেবিট বা ক্রেডিট কার্ড হারালে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
ডেবিট বা ক্রেডিট কার্ড হারালে  কার্ডে কেনাকাটা

কাঁচা বাজার থেকে গয়না, বাসের টিকিট থেকে প্লেনের, বিদ্যুতের বিল থেকে হোটেল বুকিং সব কিছুর জন্যই নিরাপত্তা ও টাকা সঙ্গে রাখার ঝামেলা এড়াতে আমরা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করি। আর কার্ড ব্যবহারের সুবিধা শুধু টাকা রাখার ঝামেলা থেকে মুক্তিই নয়। কার্ডে কেনাকাটা করলে মেলে অনেক ধরনের অফার ও উপহার।

এতো যার সুবিধা তার নিরাপত্তা কোডটি কিন্তু খুব নিরাপদ নয়, বিশেষ করে যদি হারিয়ে বা চুরি হয়ে যায়।  

অসতর্কতা বা দুর্ঘটনাবশত কার্ড হারিয়ে বা চুরি হয়ে গেলে পড়তে পারেন বেশ বিপদে।

এজন্য যখনই বুঝতে পারবেন কার্ডটি হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেই ব্যাংকে জানিয়ে কার্ড লক করে দিন, যেন কোনো ধরনের লেনদেন না করা যায়। এরপর খুঁজে দেখুন কার্ডটি কোথাও আছে কিনা।  

মোবাইলে অ্যালার্ট দিয়ে রাখুন, যেন কার্ডে কিছু পে করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই তথ্য চলে আসে।  

কার্ডের পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না বা কাউকে জানাবেন না। খুব বেশি প্রয়োজন আর বিশ্বস্ত ছাড়া অন্য কাউকে কার্ড ব্যবহার করতে দেবেন না।  

কোথাও কেনাকাটা করার বিল দেওয়ার সময় কাউন্টারের সামনে থাকুন, কার্ড রেখে কোথাও যাবেন না।  

কার্ড যদি হ্যাক হয় এটা বোঝার সঙ্গে সঙ্গেই কর্তৃপক্ষের সাহায্যে পিন নম্বর পরিবর্তন করে নিন।  

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।