ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

চাকরি না হওয়ার কারণ ফেসবুক!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
চাকরি না হওয়ার কারণ ফেসবুক! ফেসবুক দেখে সিদ্ধান্ত

পড়াশোনা শেষ এবার চাকরি খোঁজার পালা। বড় থেকে মাঝারি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে সিভি দিচ্ছেন, চাকরির আশায়। চাকরি না হওয়ার কারণ হতে পারে ফেসবুক! 

অবাক হচ্ছেন? জেনে রাখুন আজকাল বিয়ে হোক বা চাকরি, ডিজিটাল এই সময়ে মানুষ একবার হলেও আপনার ফেসবুক আইডিতে ঢুঁ দেবেন।  

যে কারণগুলোতে চাকরি দাতার সিদ্ধান্ত আপনার প্রতি নেগেটিভ হতে পারে:  

•    কিছু হলেই খুব বড় বড় হতাশার পোস্ট দেওয়া

•    দেশ, ধর্ম বা সরকার নিয়ে ক্রমাগত নেতিবাচক মন্তব্য 

•    আপত্তিকর কনটেন্ট নিজের ওয়ালে শেয়ার করা 

•    বন্ধুদের সঙ্গে আপনার কথপোকথনও কিন্তু দেখেন তারা

•    বিশেষ করে আপনার ভাষার ব্যবহার

•    কট্টর রাজনৈতিক বা ধর্মীয় অবস্থান 

•    আপনার দেওয়া তথ্য, বিশেষ করে যেবস তথ্য সিভিতে রয়েছে 

•    পছন্দের কাজ, আগ্রহ এসবও কিন্তু বোঝা যায় ফেসবুকের দেয়াল দেখেই।

 

ফেসবুক দেখে সিদ্ধান্ত নেতিবাচক হলে চাকরি না হওয়ার সম্ভাবনা অন্তত ৭৫ শতাংশ। আর তাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সময় নিজের রুচি ও অবস্থান মাথায় রাখুন। সঙ্গে প্রয়োজনটাও।  সচেতনভাবে সুস্থ বন্ধুত্ব ও যোগাযোগ রক্ষা করুন, মানবিক জায়গাগুলো তুলে আনুন নিজের পোস্টে। সামাজিক ভালো কাজগুলোতে সমৃক্ত হোন, এগুলো কিন্তু আপনাকে চাকরিটি পেতে সাহায্য করবে।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।