ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নানা সমস্যার সমাধানে ভিটামিন-ই 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
নানা সমস্যার সমাধানে ভিটামিন-ই  ভিটামিন-ই ক্যাপসুল

ত্বক বা চুলের যত্ন নেওয়ার সময় নেই যাদের, তাদের জন্য সহজ সমাধান হতে পারে ভিটামিন-ই-এর ওপর নির্ভর করা। কারণ:

•    ত্বককে টানটান করার পাশাপাশি মুখ থেকে বয়সের ছাপ দূর করে ভিটামিন-ই।

•    ভিটামিন ই অয়েল – ত্বকে পুষ্টি যোগায় ও ময়েশ্চারাইজ করে।

ন্যাচারাল সানস্ক্রিন হিসেবে একে বিশ্বাস করা যায়।


•    ভিটামিন-ই চুল পড়া রোধে ও নতুন চুল গজানোর ক্ষেত্রে খুবই কার্যকরী। ভিটামিন-ই চুলের ত্বকে অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেয় যা চুল বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে 


•    ভিটামিন-ই অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।  

•    শীতের সময় বা গরমে বেশি সময় এসিতে থাকলে হাত-পা খুব শুষ্ক হয়ে যায়। তেমন হলে মধু ও লেবুর সঙ্গে ভিটামিন ই মিশিয়ে ত্বকে লাগান। ঘরোয়া অন্যান্য উপাদানের চেয়ে এটি বেশি কার্যকর।  

•    নাশপাতি, বাদাম ও জলপাই তেলে প্রচুর ভিটামিন-ই থাকে। আবার ক্যাপসুল হিসেবেও ভিটামিন-ই পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।