ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বিয়ে উৎসবে ওমেন্স ওয়ার্ল্ড 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
বিয়ে উৎসবে ওমেন্স ওয়ার্ল্ড  বিয়ের সাজে

শীতের সঙ্গে সঙ্গে আসে উৎসব। জীবনের সবচেয়ে বড় আয়োজন বিয়ের ধুম পড়ে এই শীতে। একটা নারীর জীবনে পূর্ণতা এনে দেয় বিয়ে আর বিয়েকে কেন্দ্র করে তার মনে থাকে হাজারো কল্পনা।

বিয়ের দিনটিকে সব মেয়েই চায় একটু ভিন্নভাবে স্মরনীয় করে রাখতে। মেকআপের ক্ষেত্রে চায় সবার থেকে আলাদা, পোশাকেও চায় ভিন্নতা।

 

পোশাকের সাথে মিলিয়ে সাজেরও মিল থাকতে হবে। বিয়ের কনে বা বিয়ে বাড়ির অতিথির জন্য নানা ধরনের সাজের প্যাকেজ সাজিয়েছে দেশের অন্যতম সৌন্দয্য সেবাদানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড।  

এই শীতে আপনার ত্বক আর চুলের সৌন্দর্য বাড়াতে ওমেন্স ওয়ার্ল্ড মাত্র ১২০০ টাকায় আকষর্ণীয় প্যাকেজ দিচ্ছে “Winter Special Care Package”  আর “Cinderella Makeup Package” এ মাত্র ২০০০ টাকা থেকে শুরু।  

অফারগুলো পাওয়া যাবে ওমেন্স ওয়ার্ল্ডের গুলশান, বানানী, উত্তরা, কাকরাইল, ধানমন্ডি এবং মিরপুর আউটলেট-এ। দেরি না করে পছন্দের প্যাকেজটি বেছে নিন।  

বিস্তারিত জানতে: ০১৯৯৯৪৪৪৪২২।  

মেকআপ: ফারনাজ আলম 
স্টাইলিং: আজরা মাহমুদ 
ড্রেস: মানসা 
গহনা: স্পার্কেল।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।