ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

‍আসতে শুরু করেছে শীতের পোশাক 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
‍আসতে শুরু করেছে শীতের পোশাক  শীতের পোশাক 

সকালে বেশ কুয়াশাই জানান দিচ্ছে শীত আসতে আর দেরি নেই। তাই কুয়াশাচ্ছন্ন সকাল থেকে রাত পর্যন্ত চাই উষ্ণ ও আরামদায়ক পোশাক।

জনপ্রিয় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো শীতে নিয়ে এসেছে একই সাথে আরামদায়ক ও ভিন্ন ধারার পোশাক, যাকে বলা যায়- ফাংশনাল ওয়্যার। বিশেষভাবে তৈরি এসব পোশাকের মধ্যে ছেলেদের জন্য রয়েছে ভি-নেক সোয়েটার, ক্রু-নেক সোয়েটার ও ভি-নেক ভেস্ট এবং মেয়েদের জন্য ভি-নেক কার্ডিগান ও স্টোল কার্ডিগান।

 

পোশাকের দাম রাখা হয়েছে ৯৯০ থেকে ২৯৯০ টাকার মধ্যে।  

বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়সহ রাজধানীর বিভিন্ন শপিং মলে গ্রামীন ইউনিক্লো’র শোরুম রয়েছে।  

...নিপুন’র বছর শেষের ছাড়

পরিবারের সারা বছরের পোশাক সাশ্রয়ী মূল্যে এখনই কিনে রাখতে পারেন। কারণ দেশের অন্যতম ফ্যাশন হাউস নিপুন ক্রেতাদের জন্য দিচ্ছে বছর শেষে বিশেষ ছাড়। নিপুনের মিরপুর ও ধানমন্ডি শোরুমে ৭০শতাংশ পর্যন্ত মূল্যছাড় চলছে।  

নিপুনে রয়েছে শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি,পায়জামা,টি-শার্ট, শার্ট ও ফতুয়া।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।