ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নভেম্বর অফার 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
নভেম্বর অফার  রঙ বাংলাদেশ

নভেম্বর মাসের শুরুতেই শীতের আগমনী বার্তা। এসময় শীতের পোশাক আর কসমেটিকস কেনার সময়। কেনাকাটার তালিকা করার আগে দেখে নিন কোথায় কেমন ছাড় চলছে।  

রঙ বাংলাদেশ
ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ ক্রেতাদের জন্য দিচ্ছে ‘নভেম্বর সেল’ অফার।  
শাড়ি, থ্রিপিস, কামিজ, ওড়না, আনস্ট্রিচ ড্রেস, পাঞ্জাবি,পায়জামা,টি-শার্ট, শার্ট, ফতুয়ায় ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী।


বাংলার মেলা
ফ্যাশন হাউস বাংলার মেলা পুরো নভেম্বর মাস জুড়ে দিচ্ছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। দেশিদশ আউটলেট ছাড়া সবগুলো শোরুমেই ছাড়ে পণ্য পাওয়া যাবে। এবারের শীতে বাংলার মেলায় কটনের ব্যবহার থাকছে বেশি, কালার ও কাটে পোশাক যেন আরামদায়ক হয় সে দিকটি লক্ষ্য রাখা হয়েছে।  

বাংলার মেলার অন্যতম আকর্ষণ সিল্ক, এন্ডি, হাফসিল্ক, এন্ডি কটন ব্লেন্ড ও টাঙ্গাইল শাড়ি।  
ছেলেদের পাঞ্জাবি ও শিশুদের পোশাক।  


পোশাক হলো এবার প্রসাধনী 

দেশের বাজারে যাত্রা শুরু করেছে সাজগোজ লিমিটেডের নতুন উদ্যোগ ই-কমার্স প্রতিষ্ঠান শপ.সাজগোজ ডটকম (http://shop.shajgoj.com)। এই ই-কমার্স প্রতিষ্ঠান থেকে এখন থেকে কেনা যাবে বিশ্ব বিখ্যাত সব ব্যান্ডের প্রসাধনী পণ্য।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।