ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রেডিসনে এরাবিয়ান ফুড ফেস্টিভ্যাল

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
রেডিসনে এরাবিয়ান ফুড ফেস্টিভ্যাল এরাবিয়ান ঐতিহ্যবাহী খাবার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন তাদের বুফে রেস্টুরেন্ট ওয়াটার গার্ডেন ব্রাসারিতে ভোজন প্রিয়দের জন্য বিশেষ ফুড ফেস্টিভ্যাল আয়োজন করেছে। 

‘থাউজেন্ড এন্ড ওয়ান এরাবিয়ান নাইটস@ওয়াটার গার্ডেন ব্রাসেরি’ শিরোনামে ২৫ অক্টোবর শুরু হওয়া এই ফুড ফেস্টিভ্যালটি চলবে ২ নভেম্বর পর্যন্ত।  

তাদের এক্সিকিউটিভ সুস শেফ, শেফ মফিজ টাটকা সব উপকরণ ব্যবহার করে, খাঁটি এরাবিয়ান রন্ধনপ্রণালী অনুযায়ী তৈরি করেছেন এরাবিয়ান ঐতিহ্যবাহী খাবার।

লেবানিজ বেইকড চিকেন, লাহম বিল বাতাটা, ল্যাম্ব হারিরা হামাস, ফুল মিডাম্মাস, স্টাফড ভাইন লিভস, লাবনেহ, কুস কুস শর্মা, রোটিসারি, ল্যাম্ব উজিসহ খেজুর, খুরমা, তুর্কিস ডেলাইটস, এরাবিয়ান মিষ্টি এবং পানীয় রয়েছে এবারের আয়োজনে।  


পুরো হোটেলটি সাজানো হয়েছে আরবের রাজকীয় সাজে। খাবারের আয়োজন চলবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ থেকে ১০টা পর্যন্ত।  


বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।