ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নতুন জায়গায় ঘুমের সমস্যা? 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
নতুন জায়গায় ঘুমের সমস্যা?   ঘুমের সমস্যা

কাজের প্রয়োজনে বা বেড়াতে আমাদের কখনো রাতে বাড়ির বাইরে থাকতে হয়। এটা হতে পারে দেশে বা দেশের বাইরে, জার্নির ধকল, নতুন জায়গা ক্লান্তিতে এমনিতেই ঘুমিয়ে পড়ার কথা। কিন্তু বিপত্তি বাঁধে রাতে ঘুমের সময় এলে, যত আরামদায়ক বিছানাই হোক ঘুমটা ভালো হয় না অনেকেরই। 

অপরিচিত জায়গায় ঘুমে সম্যার কারণ কী, অনভ্যস্ততা না অন্য কিছু? 

‍আসুন জেনে নেই: 

•    অপরিচিত জায়গায় ঘুমানোর সময় মস্তিষ্কের বাম দিক সম্ভাব্য বিপদের জন্য সতর্ক থাকে।  
•    অপরিচিত স্থানে মস্তিষ্কের বাম গোলার্ধ অধিক সজাগ থাকে।

‍অনেকটা নাইটগার্ড’র ভূমিকাই পালন করে নিজেকে বিপদ থেকে রক্ষা করার জন্য।  

•    নিজের ঘর, বিছানা-বালিশ চারপাশের পরিবেশ যেমনই হোক, এখানেই সব থেকে নিরাপদ মনে করি নিজেদের 
•    এজন্য মস্তিস্কের তেমন কাজ থাকে না, শান্ত মনে ঘুমটাও হয় ভালো 
•    তবে ঘুমের এই সমস্যা কিন্তু মাত্র দুই-এক রাতেই‍ পোহাতে হয় 
•    এরপর ধীরে ধীরে আমরা নতুন পরিবেশেই স্বাচ্ছন্দবোধ করে থাকি 
•    ঘুমের সমস্যাও কেটে যায়।  

সম্প্রতি 'কারেন্ট বায়োলজি' জার্নালে ব্রাউন ইউনিভার্সিটির করা এক জরিপে বলা হয়, শুধু মানুষের মধ্যেই নয়, এই  আচরণ লক্ষ্য করা যায় সামুদ্রিক প্রাণি ও কিছু পাখির মধ্যেও।  

আর তাই নতুন কোথাও গিয়ে ঘুম না হলে প্রথম রাতেই চিন্তার কিছু নেই, বরং চারপাশটা দেখে বা আড্ডা দিয়ে, পছন্দের বই পড়ে বা মুভি দেখে সময়টা এনজয় করুন।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।