ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

তিন মিনিটে শাড়ি পরা শিখে নিন(ভিডিও)

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
তিন মিনিটে শাড়ি পরা শিখে নিন(ভিডিও) শাড়িতেই সুন্দরী নারী

শাড়িতেই সুন্দরী বাঙালি নারী। প্রতিটি পোশাকই নারীকে সুন্দর করে তোলে তবে শাড়িতেই পূর্ণতা পায়। 

আজকাল ব্যস্ততার কারণে অনেকেই নিয়মিত শাড়ি পরেননা। আবার অনেকেই একা একা শাড়ি পরতে পারেননা।

কেউ কেউ আছেন শাড়ি পরলে স্বাভাবিক কাজ করতে অস্বস্তিতে থাকেন।  

ইমু একটি পত্রিকায় কাজ করেন। তিনি প্রথমবার শাড়ি পরার অভিজ্ঞতা বলতে গিয়ে জানালেন, তার ৭২ মিনিট সময় লেগেছে একা একা শাড়ি পরতে।

যাদের শাড়ি পরতে ইচ্ছে করে, কিন্তু সময় লাগে বলে পরতে পারেননা তারা ভিডিওটি দেখে মাত্র তিন মিনিটের কম সময়েই শাড়ি পরা শিখে নিন।  

শাড়ি পরার সময় যে পিন ব্যবহার করেন, সেগুলো শাড়ি খোলার সময় খেয়াল করে আগেই খুলে নিন।  নয়তো আপনার পছন্দের শাড়িটি ছিঁড়ে যেতে পারে৷

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।