ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ত্বকের যত্নে একটু সময় 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, জুন ২০, ২০১৮
ত্বকের যত্নে একটু সময়  -

ঈদের শপিং, জার্নি সব মিলিয়ে কম ধকল গেল না। টানা কয়েকদিন মেকআপ, রোদে ঘোরাঘুরি, ঠিকভাবে ত্বক পরিষ্কার না করেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাওয়া আর রিচ ফুড খাওয়া। 

এবার নিশ্চয় ত্বকের যত্নে একটু সময় দিতেই হবে। হারানো উজ্জ্বলতার সঙ্গে কোমলতা ফেরাতে আজ থেকেই শুরু করুন ঘরোয়া প্যাক লাগানো।

 

দুধ-কোকো পাউডার
২ টেবিল চামচ কোকো পাউডার এবং ১ টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ত্বকে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্যাকটি ব্যবহারে ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

টক দই-পেঁপে
২ টেবিল চামচ পেঁপের পেস্ট এবং ২ টেবিল চামচ টক দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মরা কোষ দূর করে পেঁপে ও টক দই ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।  

ওটমিল-মধু 
সমপরিমাণ মধু এবং ওটমিল মিশিয়ে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।  

এই প্যাকগুলো সপ্তাহে দুই থেকে তিনদিন ব্যবহার করুন। আর ধীরে ধীরে দাগহীন উজ্জ্বল মসৃণ ত্বকের সৌন্দর্য ফিরে পান।  

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।