ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সব সুন্দরীর জানা দরকার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
সব সুন্দরীর জানা দরকার ...

মানুষ সুন্দরের পূজারী। আর নারীরা সুন্দর থাকতেই ভালোবাসেন সব সময়। প্রতিটি সুন্দরী নারীর জানা প্রয়োজন তার সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য। জেনে নিন এক্সপার্টরা কী ব্যবহার করতে বলেন:

গ্রিন টি
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি বলিরেখা দূর করে, ব্রণ দূর করতে কাজে দেয়। ১ চা চামচ মধু ও গ্রিন টি লিকার একসঙ্গে মেশান।

মিশ্রণে ১ চা চামচ অলিভ অয়েল দিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে নিন।

নারিকেল তেল
নারিকেল তেল দিয়ে ১০ মিনিট চুল মাসাজ করে গোসল করে ফেলুন। এতে চুল মসৃণ এবং উজ্জ্বল থাকবে।  

পেট্রোলিয়াম জেলি
ঝটপট ভ্রু সেট করার জন্য সামান্য একটু পেট্রোলিয়াম জেলি ভ্রুতে লাগিয়ে মাসকারা ব্রাশ দিয়ে আঁচরে নিন। ভ্রু সেট হবে মাত্র কয়েক সেকেন্ডে।

বাদামের তেল
লিপস্টিক তুলতে তুলার বলে বাদামের তেল মেখে ঠোঁটে ঘষে নিন। এটি শুষ্কভাব দূর করে ঠোঁট মসৃণ রাখবে।

পানি
পরিষ্কার থাকার বিকল্প নেই। দিনে কমপক্ষে ২ বার ঠাণ্ডা পানি দিয়ে ত্বক পরিষ্কার করুন। এতে ময়লা হয়ে যাবে এবং ত্বক ফ্রেশ দেখাবে।  

মেকআপ
মেকআপ প্রোডাক্ট কেনার সময় অবশ্যই ভালমানের পণ্য কিনতে হবে। ত্বকের সঙ্গে মানিয়ে যায়, এমন প্রোডাক্ট নিন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।