ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

মজাদার ব্যানানা ব্রেড

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জুন ৮, ২০১৮
মজাদার ব্যানানা ব্রেড প্রতীকী ছবি

ভিন্ন ভিন্ন স্বাদের ব্রেড খাদ্যাভ্যাসে আনে ভিন্নতা। বিশেষ করে ব্যানানা বা কলার ব্রেড একই সঙ্গে পুষ্টিকর ও মজাদার। চলুন দেখে নেওয়া যাক মজাদার ব্যানানা ব্রেড তৈরির একটি সহজ পদ্ধতি। 

যা যা লাগবে:
•    ময়দা - ২ কাপ
•    বেকিং সোডা - এক টেবিল চামচ
•    লবণ - ১/৪ চামচ
•    মাখন - ১/২ কাপ
•    ব্রাউন সুগার - ৩/৪ কাপ
•    কলা - ২ টি

যেভাবে বানাবেন:
•    একটি বড় পাত্রে ময়দা, বেকিং সোডা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন।
•    আরেকটি পাত্রে চিনি, ক্রিম ও ডিমের মিশ্রণ একত্রে ভালোভাবে ফেঁটে নিন।

 
•    মৃদু আঁচে একটি প্যান চুলায় রাখুন।
•    উভয় মিশ্রণ একসঙ্গে আরেকটি পাত্রে নিয়ে তা প্যানে ঢালুন।  
•    এরপর পাত্রটি ৬০-৬৫ মিনিট চুলায় রাখুন।  

তৈরি হয়ে গেলো মজাদার ব্যানানা ব্রেড।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ০৮, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।