ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

অভিজাত কালেকশন লা রিভে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, জুন ৫, ২০১৮
অভিজাত কালেকশন লা রিভে  অভিজাত কালেকশন লা রিভে 

লা রিভের ঈদ ফেস্টিভ্যাল টেলস-২০১৮ এখন স্টোরে! দেশীয় এই ফ্যাশন ও লাইফস্টাইল প্রতিষ্ঠানের অন্যতম বিশেষত্ব হচ্ছে দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ। 

নান্দনিকভাবে দেশীয় ঐতিহ্যের সঙ্গে পাশ্চাত্যের এই মিশেল লা রিভ ঈদ আয়োজনের প্রতিটি পোশাকে এনে দিয়েছে আভিজাত্যের ছোঁয়া।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মন্নুজান নার্গিস জানান, লা রিভ ঈদ ফেস্টিভ্যাল টেলস-২০১৮ হচ্ছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন।

'লা রিভ ঈদ আয়োজনে নারীদের জন্য নতুন সংযোজনের মাঝে উল্লেখযোগ্য- রিওয়ার্কড শার্টস, অ্যাসিমেট্রিক হেমলাইন টিউনিকস, ভিনটেজ স্টাইল টপস র্যানফল’স এবং বিভিন্ন লেয়ারিং ড্রেসেস। প্রিন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রিন্টের সংমিশ্রণ যেমন স্ট্রাইপের সাথে ফ্লোরাল, জিওমেট্রিকের সাথে ফ্লোরাল, অ্যাবস্ট্রাক্ট বা সাইকোডেলিক ইত্যাদির সঙ্গে ফ্লোরালের মিশ্রণ ব্যবহার করেছি। রুচিশীল এসব পোশাক তৈরিতে আমরা মানসম্পন্ন ভিসকজ, কটন, সাটিন, সিল্ক ব্লেন্ডেড, লিলেন ও জর্জেট ইত্যাদি আরামদায়ক কাপড় ব্যবহার করেছি। '

রঙের ক্ষেত্রে বিভিন্ন উজ্জ্বল লাল, হলুদ, নীল, কমলা, শৈবাল, গোলাপি বেছে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, নারীদের পোশাক সমাহারে আরও রয়েছে সালোয়ার কামিজ, লং কামিজ, স্কার্ট, পলাজ্জো, হারেম, ডেনিম। এসবের পাশাপাশি কর্মজীবী ও ফ্যাশন সচেতন নারীদের জন্য লা রিভ নাইন-টু-নাইন কালেকশনে রয়েছে স্ট্রাইপড, লিনেন ও টোয়াইল পেন্ট, র্যা ফল স্লিভ টিউনিক ও টপস এবং এসবের সঙ্গে মানানসই বাহারি ও অভিজাত ব্লেজার।

পোশাক সমাহারে নারীদের জন্য আরও থাকছে হিজাব, অভয়া, শ্রাগ, লং কামিজ, টিউনিক, ওয়াইড লেগ পেন্ট ইত্যাদি। '

এখনকার সময়ে মেয়েদের পাশাপাশি ছেলেরাও ফ্যাশন সচেতন উল্লেখ করে লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, পুরুষদের জন্য ঈদ আয়োজনে রয়েছে নান্দনিক মোটিফসমৃদ্ধ পাঞ্জাবি, চেক ও স্ট্রাইপের পাশাপাশি ডিজিটাল প্রিন্টের আরামদায়ক কাপড়ের ক্যাজুয়্যাল শার্ট ও গ্রাফিক শার্ট, পোলো শার্ট, ট্রপিক্যাল প্রিন্ট হ্যানলি, ডেনিমস, ডাই’ড চিনোস ফর ক্যাজুয়াল ও অন্যান্য সুপার স্লিম বটমস ইত্যাদি। ছেলেদের পরিচ্ছদে রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে সুমেক রেড, ইয়েলো, অ্যাডমিরাল ব্লু, বেঙ্গল অরেঞ্জ, শাদা এবং কালো।

শুধু বড়দের জন্য নয়, পরিবারের ছোটমণিদের জন্যও লা রিভ ঈদ আয়োজনে রয়েছে পৃথক কিডস কর্নার। নবজাতক থেকে তিন বছর বয়সী শিশুদের জন্য আরামদায়ক পরিচ্ছদসহ চার থেকে বারো বছর বয়সীদের জন্য রয়েছে বিভিন্ন রং ও মাপের সব ধরনের পোশাক- পাঞ্জাবি সেট, ফ্রক, ঘাগরা চোলি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি উইথ ভেস্ট সেট, গ্রাফিকস অকেশনাল টি এবং মানানসই বটম কালেকশন।

বসুন্ধরা সিটি, মিরপুর, মোহাম্মদপুরে আদাবর থানা সংলগ্ন হীরা টাওয়ার ও বাসাবো আগমন সিনেমা কমপ্লেক্সে ফ্ল্যাগশিপ স্টোরসহ ঢাকার বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি ও পুলিশ প্লাজাসহ নারায়ণগঞ্জ, সিলেট ও খুলনায় লা রিভের আউটলেট রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।