ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পহেলা বৈশাখ, শেষ সময়ের কিছু আয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
পহেলা বৈশাখ, শেষ সময়ের কিছু আয়োজন পহেলা বৈশাখ, শেষ সময়ের কিছু আয়োজন

অরা বিউটি লাউঞ্জে প্যাকেজ সেবা
​পহেলা বৈশাখ উপলক্ষে নগরীর বেইলি রোডের অরা বিউটি লাউঞ্জ দিচ্ছে ১৯৫০ টাকায় বৈশাখী মেকওভার, চুল বাধাঁ ও শাড়ি পড়া। এই প্যাকেজটি পাওয়া যাবে শুধুমাত্র পহেলা বৈশাখের দিনে। 

এছাড়া একই দিন অরা বিউটি লাউঞ্জ খোলা থাকবে সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত।
ফোন: ৯৩৩৩২৬৬, ০১৭৯৯ ২৫৫৫৫৫।

 

গ্রামীণ ইউনিক্লো পহেলা বৈশাখ, শেষ সময়ের কিছু আয়োজন

নববর্ষে ত্রেতাদের জন্য গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে নতুন বৈশাখী কালেকশন। বৈশাখের বিভিন্ন  ঐতিহ্যবাহী মোটিফ ও রঙের সংমিশ্রণে ডিজাইন করা হয়েছে বৈশাখের কালেকশনগুলোর।  

বৈশাখের বিভিন্ন পাঞ্জাবি ১২৯০ টাকায়, মেয়েদের কামিজ ও টপস ১৪৯০ টাকা থেকে শুরু করে ১৬৯০ টাকা। এছাড়াও পাওয়া যাচ্ছে শার্ট, পোলো শার্ট, জিন্স, টি-শার্ট, বক্সার ব্রিফস, ট্যাংকটপ সহ আরও অনেক কালেকশন।

বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাটাবন মোড়সহ গ্রামীণ ইউনিক্লোর বর্তমানে ১৪ টি শাখা রয়েছে।  


ইউডো’র বৈশাখী কালেকশন

ট্রেডিশনাল ও ওয়েস্টার্ন পোশাক নিয়ে বৈশাখ রাঙাতে এসেছে ফ্যাশন হাউস ইউডো। সুতি, জর্জেট ও সিল্কের সুতায় বোনা কাপড়ে তুলে ধরা হয়েছে প্রকৃতির সৌন্দর্য।  

নারী-পুরুষ থেকে শুরু করে শিশু-বৃদ্ধ সবার জন্য ইউডোর রয়েছে দৃষ্টিনন্দন ডিজাইনের সব পোশাক।  

ফোন: ০৯৬৩৮৬০৯০৯০
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।