ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

উৎসবে মেতেছে শহর

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
উৎসবে মেতেছে শহর বৈশাখী উৎসবের ছোঁয়া

আর মাত্র কিছু দিনের অপেক্ষা, আমাদের একবছরের অপেক্ষার শেষ হতে চলেছে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে ফ্যাশন হাউসগুলো নিজেদের প্রস্তুতি শেষ করেছে। ফ্যাশনপ্রেমীদের কাছে তুলে ধরতে আয়োজন করছে জমকালো সব ফ্যাশন শো। যেন বৈশাখী উৎসবের ছোঁয়া এখন থেকেই দোলা দিচ্ছে শহরে। 

সম্প্রতি আয়োজন করা কিছু ফ্যাশন শো: 


বৈশাখী ফ্যাশন শো নিয়ে সেইলর এবার খিলগাঁও
দেশীয় ফ্যাশন উৎসব কেন্দ্রিক। উৎসবের আড়ালে চারদিকে মানুষ ট্রেন্ডি ফ্যাশনে ঝুঁকে আছে।

এরই ধারাবাহিকতায় এপ্রিলে আসছে বাঙালির সেইলর প্রাণের উৎসব বৈশাখও। সেইলর তাই বৈশাখে এনেছে এথনিক এবং পাশ্চাত্য কাটের ফিউশন। নতুনত্ব সাথে তারুণ্য, যুগপৎ প্রতিনিধিত্ব করবে এবারের বৈশাখী আয়োজনগুলো। তাই সেইলর খিলগাঁওতে নতুন স্টোর উদ্বোধন উপলক্ষে আয়োজন করে ফ্যাশন শোর।  

বৈশাখী ফ্যাশন শোর কিউতে অংশ নেন ২৫ জন ফ্যাশন মডেল। সেইলর এর চিফ অপারেটিং অফিসার রেজাউল কবীর জানান, সমকালিন ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করেই সেইলর প্যাটার্ন ও ডিজাইনে ‘পরিবর্তন’ এনেছে এসব বৈশাখী নতুন কালেকশনে।  

পাঞ্জাবি, টিউনিক, সালোয়ার-কামিজ বা টপস বৈশাখের উৎসবকে করবে আরও ফ্যাশনেবল। খিলগাঁও শহীদ বাকী সড়কে সেইলর এর নতুন এই স্টোরটির উদ্বোধন করেন ইপিলিয়ন গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব রিয়াজ উদ্দিন আল মামুন।  

খিলগাঁও-এ সেইলরের নতুন শোরুম (পল্লীমা সংসদ এর বিপরীত পাশে)।  

প্রেম'স কালেকশনের 'এক্সক্লুসিভ সামার ফ্যাশন শো'


প্রকৃতিতে গরম হাওয়া বইতে শুরু করেছে। পুরোপুরি গরম পড়ার আগেই গরমের আরামদায়ক পোশাকের এক  বিশেষ ফ্যাশন শো'র আয়োজন করেছিল উপমহাদেশের জনপ্রিয় ফ্যাশন হাউস প্রেমস কালেকশন্স।  

প্রেম'স কালেকশনরাজধানীর গুলশান ক্লাবে নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনের ৭ম বর্ষপূর্তিতে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ পাঠক এবং পাঠিকাদের অংশগ্রহণে এই মনোজ্ঞ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।

পুরো ফ্যাশন শো মোট ৫টি কিউতে নানা ধরনের পোশাক তুলে ধরেন ব্রডকাস্টার স্টপাররা। এতে প্রেমস কালেকশনের এক্সক্লুসিভ গাউন, গরমের আরামদায়ক পাঞ্জাবি, এক্সক্লুসিভ সেলওয়ার কামিজ, থ্রিপিস, যুগল ম্যাচিং আনারকলি, এছাড়াও বৈশাখের নরম সুতি কাপড়ে আবহমান বাংলার নানা রূপ ও বৈচিত্র তুলে ধরেন নিউজ ব্রডকাস্টার জাবেদ কারদার, আতিক, আসাদ, রাজ, পলাশ, রাজিউর রহমান, রোমানা, মনি, হ্যাপী, চামেলী, কনক, শীলা, নাজনীন, তাবাস্সুম, সিফাত, ইশিকা ও পলি।

প্রেমস কালেকশনের ডিরেক্টর এবং প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, প্রেমস কালেকশন আমার স্বপ্নের প্রতিষ্ঠান। বাংলাদেশের আবহাওয়া এবং আপনাদের চাহিদার কথা মাথায় ভারতীয় উপমহাদেশের বাছাইকরা আরামদায়ক সব পোশাকই নিয়ে এসেছি প্রেমস কালেকশনে। এর মধ্যে বৈশাখের এক্সক্লুসিভ কালেকশন অন্যতম।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।