ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

আর্টরেস’র যাত্রা শুরু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আর্টরেস’র যাত্রা শুরু আর্টরেস

রাজধানীর গুলশানে প্রথম শোরুম উদ্বোধনের মাধ্যমে ১০ মার্চ(শনিবার) যাত্রা শুরু করেছে  নতুন পোশাকের ব্র্যান্ড আর্টরেস। 

আর্টরেসউপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস পিয়া, কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, সানজিদা আরেফিন লুনা, শামস কাদরী, মডেল অভিনেত্রী আসমা পাঠান রূম্পা, মডেল রাহা তানহা খান, আর জে সায়েম, মিশু সাব্বির, আঁখি আফরোজ, নওরিন আফরোজ, মডেল বারিষ হক, মডেল শরীফুল রাজসহ ফ্যাশন জগতের তারকারা।  

আর্টরেস’র ম্যানেজিং ডিরেক্টর সাইফ চৌধুরী বলেন, ‘আর্টরেস তারুণ্যের সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডকে তুলে আনার লক্ষ্যে যাত্রা শুরু করলো।

শুধু গুলশানই নয়, খুব শিগগিরই রাজধানীতে নতুন একাধিক শোরুম নিয়ে হাজির হবে আর্টরেস।  

ঠিকানা: প্লট ৪, ব্লক জে, কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান ২।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।