ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

নারী দিবসে রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
নারী দিবসে রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে নারী দিবস

এবারের আন্তর্জাতিক নারী দিবস(৮ মার্চ) উপলক্ষে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএন ওমেন ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে এক কনসার্ট আয়োজন করেছে। 

শান্তি ও সম্প্রীতিতে নারী শিরোনামের এই কনসার্টে সংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। কনসার্ট উপলক্ষে শান্তি ও সম্প্রীতিতে নারীর অবদান নিয়ে একটি থিম সং তৈরি করা হয়েছে।

 

সর্বজায়া নারী সালাম তোমায়/ সম্প্রীতি আর শান্তিতে সামনে চলো নির্ভয়’ এমন কথা নিয়ে নতুন এ গানটির কম্পোজিশন করেছে চিরকুট।  

সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই কনসার্টটি শুরু হবে বিকেল ৪টায়।

এছাড়াও একই সময়ে দেশের ৭টি বিভাগীয় শহরে একযোগে থিম সংটিকে কেন্দ্র করে ফ্লাশ মব এর আয়োজন করা হয়েছে।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।