ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পাঞ্জাবি খাবারের স্বাদ খাজানায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
পাঞ্জাবি খাবারের স্বাদ খাজানায় পাঞ্জাবি ফুড ফেস্টিভ্যাল

পাঞ্জাবি পরোটা, সাদাবাহার, ভেজ কাটলেট, চাট চটপটি এবং চিকেন চাট। বাটার চিকেন, চিকেন টিক্কা মশালা, মুরগ শান ই পাঞ্জাব, তন্দুরি চিকেন গোস্ত নবাবি, মশালা প্রন। আর ভেজের তালিকাও বেশ লম্বা সঙ্গে লাচ্ছি, ফালুদা। ভারতীয় খাবারের জনপ্রিয় রেস্তোরাঁ খাজানা ভোজন রসিকদের জন্য আয়োজন করেছে পাঞ্জাবি ফুড ফেস্টিভ্যাল।  

প্রায় ২০ বছর ধরে খাবার এবং তাদের আতিথেয়তা দিয়ে আস্থা ও খ্যাতি অর্জন করেছে রেস্তোরাঁটি। রাজধানীর গুলশান-২ এ খাজানার শাখায় ২০ ফ্রেব্রুয়ারি শুরু হচ্ছে এই সপ্তাহব্যাপী খাদ্য উৎসব।

 

খাজানা গ্রুপের ডিরেক্টর(অপারেশন) অভিষেক সিনহা বাংলানিউজকে বলেন, পাঞ্জাবি খাবারের আসল স্বাদ দিতে ইন্ডিয়া রেডিসন ব্লু থেকে উড়িয়ে আনা হয়েছে মাস্টার শেফ দ্বীপককে।  

পরিবার এবং বন্ধুদের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে এখানে রয়েছে প্রাইভেট ডাইনিং রুম।  

আর কর্পোরেট ইভেন্টগুলোর জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা।  

ঠিকানা: হাউস-এনডব্লিউ ১/৮, রোড-৫১, গুলশান-২, ঢাকা।  


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।