ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বসন্ত এবং ভালোবাসা দিবসে সাদাকালো

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
বসন্ত এবং ভালোবাসা দিবসে সাদাকালো সাদাকালো

বসন্ত এবং ভালোবাসা দিবসকে সামনে রেখে ফ্যাশন হাউসগুলো তৈরি করেছে কালারফুল সব পোশাক। 

লাল-হলুদ, সবুজ সবই রঙের মেলা, কিন্তু এতো রঙের ভিড়েও একটি ব্যতিক্রমী হাউস রয়েছে। যারা সাহসের সঙ্গে রং এড়িয়ে ফ্যাশন ভুবনে জায়গা করে নিয়েছে।

 

বুঝতেই পারছেন, বলছি সাদাকালোর কথা। হাউসটি এবার এনেছে নতুন ডিজাইনের পোশাক, যেখানে রঙ নয় মোটিফকে প্রাধান্য দেয়া হয়েছে।

হার্ট মোটিফকে ব্যবহার করে তৈরি হয়েছে মেয়েদের জন্য শাড়ি, ছেলেদের জন্য টি-শার্ট।  

এছাড়া অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে মগ। সাদাকালোর সবগুলো শোরুমে পাওয়া যাচ্ছে পোশাক ও মগ।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।