ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ওমেন্স ওয়ার্ল্ড উৎসব অফার!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
ওমেন্স ওয়ার্ল্ড উৎসব অফার! ছবি: ওমেন্স ওয়ার্ল্ড

পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস দুটি দিনই আমাদের অনেক কাঙ্ক্ষিত উৎসবে রূপ নিয়েছে। আর দুটি দিনই আসে প্রায় একইসঙ্গে।

এবারও তার ব্যতিক্রম হয়নি পরপর দুই দিনই আমাদের জন্য বিশেষ। বিশেষ করে যারা সারা বছর অপেক্ষা করে থাকি, আর নানা রং-এ সাজার উপলক্ষ খুঁজি।

বিশেষ এই দিনে আমরা সবাই চাই নিজেকে সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় ভাবে প্রিয়জনের সামনে উপস্থাপন করতে।

নিজেকে সাজান উৎসবের রঙে আর মেতে উঠুন এই ফাল্গুনে ভালোবাসার উচ্ছাসে। বিশেষ উৎসবে নারীদের সাজাতে ওমেন্স ওয়ার্ল্ড  দিচ্ছে  এক অবিশ্বাস্য অফার!

সৌন্দর্য সচেতন নারীরা বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে ওমেন্স ওয়ার্ল্ডে পাচ্ছেন মেকওভারের দুইদিনের প্যাকেজ। ফেসিয়াল, হেয়ার কাট, পেডিকিওর, মেনিকিওর, হোয়াইটিনিং, মেকআপ, হেয়ার সেটিং,শাড়িপরা, আইল্যাশসহ স্পেশাল গিফট আইটেম সবই পাবেন আকষর্ণীয় মূল্যে। প্যাকেজ শুরু মাত্র ১৪৯৯ টাকা থেকে।  

প্যাকেজসহ অন্যান্য সেবা পেতে বুকিং এর জন্য যোগাযোগ:
গুলশান ০১৭৩৩২২৬১৫১, বনানী ০১৭৩৩২২৬১৫২, উত্তরা ০১৭৩৩২২৬১৫৩, কাকরাইল ০১৭৩৩২২৬১৫৪ এবং ধানমণ্ডি ০১৭৩৩২২৬১৫৫, মিরপুর ০১৭৩৩২২৬১৫৬, বনানী নেভি হেডকোয়ার্টার ০১৭৩৩২২৬১৫৭।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।