ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সেলফি টিপস্

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
সেলফি টিপস্ সেলফি টিপস্

বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছরের অপেক্ষা, সবাই বেড়াতে যাচ্ছে। এসময় সেলফি সুন্দর করে তুলতে হবে, এটা তো প্রথম শর্ত। আসুন জেনে নেই সেলফি টিপস্: 

•    সেলফি তোলার সময় লক্ষ্য রাখুন যেন পর্যাপ্ত আলো থাকে

•    পরিমিত মেকআপ করুন

•    সকালে প্রকৃতির আলোয় সবথেকে সুন্দর সেলফি হয় 

•    সবসময় ফোনসেটটি ওপরের দিকে ধরুন, এতে সেলফিতে আপনাকে অনেক স্লিম লাগবে

•    সেলফি তোলার সময় অবশ্যই খেয়াল রাখুন, ঘরের যে জায়গাগুলো ফ্রেমে আসে সেগুলো যেন পরিষ্কার ও গোছানো থাকে 

•    ঘরের বাইরে দিনের বেলায় সেলফি তুলতে সানগ্লাস ব্যবহার করুন, অনেক বেশি স্টাইলিস্ট লাগবে

•    সেলফিতে সাবলীল ও প্রাণবন্ত হাসি দিন

•    ঠোঁটে একটু গাঢ় টোনের লিপস্টিক ব্যবহার করুন, এতে সেলফিতে দিপ্তীময় হাসি নিয়ে আসতে পারে।

•    একইভাবে কয়েকটি সেলফি তুলুন, এরপর যেটি ভালো লাগে, রেখে অন্যগুলো মুছে নিন

•    প্রতিটি ছবির জন্য ফ্রেমিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আর চোখের চারপাশে ফ্রেমিং করতে পারলে বেশ সুন্দর সেলফি তোলা সম্ভব।  


এই ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য রাখতে পারলে, সেলফি কিন্তু চমৎকার হয়। সময় পেলেই প্রকৃতির মাঝে হারিয়ে যান, সুন্দর সুন্দর সেলফি তুলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।  

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।