ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লন্ডন ফ্যাশন উইকে ফারনাজ 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
লন্ডন ফ্যাশন উইকে ফারনাজ  .

বিশ্বের অন্যতম জনপ্রিয় কসমেটিক্স ব্র্যান্ড ল’রিয়েল মেকআপের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কাজ শুরু করেন বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। একটির পর একটি আন্তর্জাতিক আয়োজনে ডাক পান ফারনাজ। 

তারই ধারাবাহিততায় সম্প্রতি তিনি কাজ করেছেন লন্ডন ফ্যাশন উইকে। ফ্যাশন জগতের অনন্য এ আয়োজনে বিশ্ব সেরা  ম্যাক, নার্স, ববি ব্রাউনের মতো কসমেটিস ব্র্যান্ড নিয়ে কাজ করেন তিনি।

 

আয়োজনে বিউটি এক্সপার্ট হিসেবে বিশ্বসেরা মেকআপ আর্টিস্টদের পাশাপাশি মডেল, কোরিওগ্রাফ্রার, ফটোগ্রাফারদের সঙ্গে কাজ করারও অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশি ফারনাজের।

ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক বিউটি এক্সপার্ট ফারনাজ বলেন, আমি চাই নারীরা সবটুকু সৌন্দর্য বিকাশের মাধ্যমে আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাবে। আর এজন্য নিজেকে তৈরি করেছি, কাজ দিয়ে আন্তর্জাতিক পরিসরে দেশের নাম আরও উঁচুতে তুলে ধরতে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।