ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

লা মেরিডিয়ান ঢাকায় হ্যালোইন উৎসব 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৭
লা মেরিডিয়ান ঢাকায় হ্যালোইন উৎসব  .

বিশ্বের নানা দেশে প্রতিবছর ৩১ অক্টোবর হ্যালোইন উৎসব উদযাপন করা হয়। সে ধারাবাহিকতায় বাংলাদেশেও এ সাংস্কৃতিক এ উৎসবের আয়োজন করেছে লা মেরিডিয়ান।

আগামী ৩০ ও ৩১ অক্টোবর ‘স্পুকটাকুলার হ্যালোইন’ নামে জমকালো হ্যালোউইন উৎসবের আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা।  

দুই দিনব্যাপী এ উৎসবটি লা মেরিডিয়ান ঢাকার ১৭ তলায় ‘ইনফিনিটি স্কাইলাইনে’ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে।

 


‘অল সেইন্টস ডে’র স্মরণে বিভিন্ন মজাদার কর্মকাণ্ডের মাধ্যমে এই দিনটি উদযাপন হয়। ভৌতিক পোশাক পরা, ভুতুড়ে বাড়িতে ভ্রমণ, শিশুদের চকলেট খাওয়ানো ইত্যাদি আয়োজন হ্যালোউইন উৎসবের অংশ।  

হ্যালোইন উৎসবের আনন্দকে আমাদের শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে লা মেরিডিয়ান ঢাকা ভুতুড়ে বাড়ি, মুভিপ্রদর্শনী এবং নানাবিধ খেলার আয়োজনের প্রস্তুতি নিয়েছে।  

হ্যালোইনের এ উৎসবে অংশ নেয়া যাবে জনপ্রতি ১৭০০++ টাকায়। যার মধ্যে উৎসবে অংশগ্রহণ ছাড়াও থাকছে বিশেষ বুফে ডিনার ‘গৌলস মিস্ট্রি বুফে’।  


যোগাযোগ করুন: 
+৮৮ ০১৯৯০ ৯০০৯০০
+৮৮ ০১৭৬৬৬৭৩৪৪৩ 
 
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।