ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ফোরপয়েন্টস বাই শেরাটনে ‘অক্টোবর ফেস্ট’

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
ফোরপয়েন্টস বাই শেরাটনে ‘অক্টোবর ফেস্ট’ .

অক্টোবর মাস জুড়ে গুলশানের ফোরপয়েন্টস বাই শেরাটন ভোজনরসিকদের মজাদার খাবারে আমন্ত্রণ জানাচ্ছে। থাকছে বিশেষ কিছু আয়োজন। শুধু নিজেই নয়; বন্ধুবান্ধব পরিবার নিয়ে এই আয়োজনে অংশ নিতে পারবেন যে কেউ।

ফোয়পয়েন্টেস-এর ‘দি ইটারি’ রেস্টুরেন্টে প্রতি বুধবার রাতে  ‘সি স্কেপ ওয়েডনেসডে’ থিম নিয়ে থাকছে ডিনার। যেখানে সুস্বাদু সামুগ্রিক মাছের নানা আয়োজন থাকবে।


 
প্রতি বৃহস্পতিবারের রাতের আয়োজনে থাকবে ‘ওরিয়েন্টালিশিয়াম থার্সডে’। এছাড়া প্রতি শুক্রবার ও শনিবার থাকছে দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্লু-ব্রাঞ্চের আয়োজন।
 
এছাড়া ওয়াপড ক্যাফেতে থাকছে ‘হ্যাপি আওয়ার’। যেখানে বিকেল ৫ টা থেকে শুরু হওয়া হ্যাপি আওয়ারে বেকারি কফি এবং বেভারেজে উপভোগ করতে পারবেন ৫০ শতাংশ ছাড়।
 
দি ইটারিতে ডিনার এবং ব্লু ব্রাঞ্চ উপভোগ করতে পারবেন বিভিন্ন ক্রেডিট কার্ডের বাই ওয়ান গেট ওয়ান অফার।

যোগাযোগ: ০১৯৬৬৬৬২১৫২
 
এসএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।