ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ডিজাইনার’স পোশাক হায়া-য়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জুন ৭, ২০১৭
ডিজাইনার’স পোশাক হায়া-য় ডিজাইনার’স পোশাক হায়া-য়

যমুনা ফিউচার পার্কে অভিজাত ফ্যাশন হাউস ‘হায়া’য় পাওয়া যাচ্ছে আর্ন্তজাতিক খ্যাতিমান ডিজাইনারদের পোশাক। 

পার্টি শাড়ি, ট্রাডিশনাল শাড়ি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, সালোয়ার-কামিজ, স্যুট, শেরওয়ানি, লেহেঙ্গা, গাউন, প্রিন্স কোট, ওয়েস্ট কোট, লেডিস ব্যাগ, জুতা, পারফিউমসহ অনেক নানা ফ্যাশন পণ্যে সাজানো হয়েছে হাউসটি।  

হায়ার সিও জাকিউল ইসলাম বাংলানিউজকে বলেন, ঈদ সামনে রেখে ভারতের বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা, সঙ্গীতা শিবরানি, রিতা’স, সব্যসাচী, সত্য পালসহ অনেকের ডিজাইন করা পোশাক পাওয়া যাচ্ছে।

বিশ্বমানের পোশাকের পাশাপাশি বিশ্বখ্যাত ব্যান্ডের পণ্যও মিলছে। আছে ইংল্যান্ডের নামি ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেন্সার, জারা মেন, টি এম লুইন, ভেন হুসেন, পিকাঞ্জা, ডি সামসহ নানা ব্র্যান্ডের অনেক কালেকশন।  

এছাড়াও পাওয়া যাচ্ছে ইউরোপের অনেক খ্যাতনামা ব্র্যান্ডের পোশাক, প্রসাধন সামগ্রীও ক্রেতারা এখানেই পেয়ে যাবেন।

ফ্যাশন সচেতন, আধুনিক ও রুচিশীল মানুষের কাছে বিশ্বমানের এসব পণ্য পৌঁছে দেওয়াই হায়ার লক্ষ্য।

ঠিকানা : শপ নং-২-সি-২১, লেবেল-২, সাউথ কোর্ট, যমুনা ফিউচার পার্ক, বারিধারা, ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।