ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শুরু হচ্ছে জামদানি স্টোরি প্রদশর্নী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মে ৩১, ২০১৭
শুরু হচ্ছে জামদানি স্টোরি প্রদশর্নী জামদানি স্টোরি

দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্য জামদানি শাড়ির প্রদশর্নী করতে যাচ্ছে জামদানি স্টোরি। 

মহাখালীর ডিওএইচএস –এর কসমস গ্যালারি ২ এ জামদানি শাড়ি নিয়ে প্রদশর্নীটি ০২(শুক্রবার) তারিখে শুরু হয়ে চলবে ৬ জুন পর্যন্ত।  

প্রতিটি জামদানি শাড়িই একেকটি গল্প, সেই বুননের গল্প, কারিগরের গল্প দিয়েই সাজানো হচ্ছে প্রদর্শনী।

জামদানি স্টোরির উদ্যোক্তা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষক ড. নন্দিনী আওয়াল, শেখ রুবাইয়া সুলতানা ও অনলাইন বুটিক হাউস ট্রুলি বাংলাদেশের কর্ণধার শেখ সাবিয়া সুলতানা।  

শেখ রুবাইয়া সুলতানা বাংলানিউজকে বলেন, ঢাকাই জামদানির কদর বিশ্বজুড়ে। আর বাঙালি নারীর কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত পোশাক একটি জামদানি শাড়ি। নিজস্ব ডিজাইনের, রুচিশীল কাজে খাঁটি সুতায় তৈরি জামদানি শাড়ির পসরা সাজিয়ে বসবেন যেন ক্রেতারা সরাসরি তাদের কাছ থেকে পছন্দের শাড়িটি কিনতে পারেন।  

জনপ্রিয় নৃত্যশিল্পী শামীম আরা নিপা মেলার উদ্বোধন করবেন বলেও জানান রুবাইয়া।  

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে।  

ঠিকানা: ভেন্যু কসমস গ্যালারি-২, বাসা ১১৫, রোড-৬ মহাখালী ডিওএইচএস  
ফোন: ০১৭৮৯০৩৫৯৬০ 

   
   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।