ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ভর্তা প্রতিযোগিতা: বিজয়ী হলেন যারা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
ভর্তা প্রতিযোগিতা: বিজয়ী হলেন যারা ভর্তা প্রতিযোগিতা

রসনা বিলাসীদের কাছে ভর্তার কদর অনেক বেশি। গরম ভাতের সঙ্গে যদি থাকে ভর্তার আয়োজন তাহলে খাবারের আয়োজনটাও বেশ জমে ওঠে। ভর্তা আমাদের খাদ্য সংস্কৃতির এক উজ্জল অংশ। 

আমাদের বাংলাদেশে এলাকা ভেদে বিভিন্ন রকমের ভর্তা দেখা যায়। ভর্তা নিয়ে গৃহিণীদের ব্যস্ততাও কম নয়।

আর তাই খাবারের আয়োজনে দেশীয় নানা পদের ভর্তাকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য এ সি আই পিওর সরিষার তেল আনন্দ আলোর যৌথ উদ্যোগে শুরু হয় জাতীয় পর্যায়ে ভর্তা প্রতিযোগিতা।
 
শুক্রবার দুপুরে চ্যানেল আইয়ের আঙিনায় প্রতিযোগিতার গালা রাউন্ড অনুষ্ঠিত হয়। গালা রাউন্ডে বিচারকদের রায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে খালেদা খানম তুলি, শামসুন নাহার ও সৈয়দ রাহাত হোসেন।  

বিচারক হিসেবে ছিলেন নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী এবং শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও এ সি আই কনজ্যুমার ব্র্যান্ড-এর নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর।  


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।