ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শুক্রবার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শুক্রবার

ঢাকা: আগ‍ামী শুক্রবার (২৭ জানুয়ারি) প্রথমবারের মতো দিনব্যাপী আচার উৎসবের আয়োজন করতে যাচ্ছে প্রাণ। ওই দিন ১৭তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠেয় পুরস্কার বিতরণী ও আচার উৎসব সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিবারের মতো এবারও টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য- এই চারটি বিভাগ থেকে মোট ১২ জনকে পুরস্কৃত করা হবে।

পাশাপাশি সব প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচন করা হবে বর্ষসেরা আচার।

এদিকে আচার উৎসবে থাকছে আচার, আচার দিয়ে তৈরি খাবার এবং আচারের সঙ্গে খাওয়ার জন্য নানা ধরনের খাবার। আরও থাকছে বিভিন্ন খাবার এবং গৃহ সামগ্রীর প্রদর্শনী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।