ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

শিশুকে যে কৌশলে খাওয়াবেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ২৭, ২০২৪
শিশুকে যে কৌশলে খাওয়াবেন

যতই মজাদার খাবার হোক না কেন, শিশু কিছুতেই খেতে চায় না। সারাদিন পর ছোট শিশুকে ভুলিয়ে খাবার খাওয়ানোর মতো ধৈর্য কর্মরত অভিভাবকদেরও থাকে না।

বিরক্ত হয়ে শিশুটিকে বকাঝকা করে বসেন তারা। ক্লান্ত হয়ে তখন শিশুটির চোখের সামনে ইউটিউবে কার্টুন চালিয়ে দেন। তাতে যদি হয়তো কিছুটা সমস্যার সমাধান হয়। এতে কিন্তু খাবারের প্রতি শিশুর কোনো ধরনের আগ্রহ হয় না। আসুন কথা না বাড়িয়ে জেনে নিই কীভাবে আপনার সোনামণিকে খাবারের প্রতি আগ্রহ গড়ে তুলবেন।

প্রথমে আপনাকে জানতে হবে শিশুটি কোন কোন খাবার খেতে পছন্দ করছে। আপনি হয়তো খাসির মাংস খেতে ভালোবাসেন। কিন্তু সেই খাবার তো শিশুও খেতে পছন্দ করবে এমন কোনো যুক্তি নেই। বরং প্রোটিন, ভিটামিন, বিভিন্ন খনিজের ঘাটতি যেন পূরণ হয় সেদিকে নজর দিন।

শিশু খেতে না চাইলে জোর করে খাওয়াবেন না। নিজেরা যখন খেতে বসছেন, ঠিক তখনই তাকে সঙ্গে নিয়ে বসুন। নিজে হাতে খেতে শেখান। খাবার খাওয়া কিন্তু পড়তে বসা এক নয়। খুদে যেন খেতে বসতে ভয় না পায়। সেদিকেও খেয়াল রাখবেন।

খাওয়ার সময়ে শিশুর চোখের সামনে টিভি, মোবাইল রাখবেন না। বরং খেতে বসার সময় শিশুকে খাবারের পুষ্টিগুণ নিয়ে গল্প করুন। এটা খেলে তুমি অনেক শক্তিশালী হবে। সারা দিন সে কী করল, কার সঙ্গে খেলাধুলো করল এ বিষয়েও কথাবার্তা চলতে পারে।

শিশুর সুবিধা হবে বলে অনেক সময়ে মায়েরা ডাল-ভাত, তরকারি সব একসঙ্গে মেখে দেন। এই ধরনের মণ্ড করা খাবার বাচ্চাদের কাছে খুব আকর্ষণীয় হয় না। তার চেয়ে বরং প্লেটে সব ধরনের খাবার অল্প অল্প করে সাজিয়ে দিন। দেখতেও ভালো লাগবে। বিভিন্ন খাবার খাওয়ার বিষয়ে আগ্রহ জন্মাবে।

খাবারের বিষয়ে সন্তানের আগ্রহ তৈরি করতে চাইলে একেবারে গোড়া থেকে তাকে সঙ্গে রাখুন। বাজার করা, তার পর ধোয়া-কাটা-বাছা, রান্না করা, প্লেটে সাজানো থেকে টেবিলে সার্ভ করা পর্যন্ত গোটা প্রক্রিয়াটির সঙ্গে খুদেকে যুক্ত রাখুন। দেখবেন খাবারের বিষয়ে আগ্রহ বাড়বে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ২৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।