ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চুলের যত্নে ঘরোয়া কন্ডিশনার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
চুলের যত্নে ঘরোয়া কন্ডিশনার

টেলিভিশন ও ফেসবুকের কল্যাণে আমরা এখন অনেক সাজ সামগ্রীর সঙ্গে পরিচিত হয়েছি। এগুলোর কোনোটি ত্বকের যত্নে কিংবা কোনোটি চুলের যত্নে ব্যবহৃত হয়।

কিন্তু ব্যস্ততার এ যুগে কারই বা এত সময় আছে?  আসুন ঘরোয়া উপায়েই ব্যবহার করতে পারবেন এমন কিছু কন্ডিশনার তৈরি করার পদ্ধতি জেনে নিই:

ডিমের কুসুম এবং ভিনেগার:

ডিম লেসিথিনে পরিপূর্ণ, এটি চুলকে নরম ও কোমল রাখতে সাহায্য করে। ভিনেগার চুলের উকুন, খুশকি এবং তালুর অন্যান্য সমস্যা থেকে চুলকে সহজ ও স্বাভাবিক রাখে।

যা যা লাগবে:

দুইটি ডিমের কুসুম
চার টেবিল-চামচ সাদা ভিনেগার
দুই টেবিল-চামচ জলপাই তেল কিংবা নারিকেল তেল
এক টেবিল-চামচ মধু

প্রণালি:

ডিমের কুসুম প্রথমে বাটিতে ফেটে নিন। এবার ভিনেগার, জলপাই তেল এবং মধু যোগ করুন। হালকা ঘন মিশ্রণে পরিণত না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। চুল শ্যাম্পু করার পর এ মিশ্রণ চুলে লাগান এবং ১৫-২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এ রেসিপিতে অন্তর্গত তেল আপনার চুল নরম ও কোমল রাখবে এবং মধু চুলে ময়েশ্চার যোগ করবে।

নারিকেল তেল এবং মধু:

অনেক অনেক কাল ধরে নারিকেল তেল চুলের সার্বিক স্বাস্থ্য রক্ষায় ব্যবহৃত হয়ে আসছে। এতে লরিক এসিড আছে যেটি চুলে অধিক মাত্রায় প্রোটিন যোগ করে। মধু চুলের জেল্লা বাড়ায় এবং প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে।

যা যা লাগবে:

চার টেবিল-চামচ নারিকেল তেল
দুই টেবিল-চামচ মধু

প্রণালি:

এ দুটো উপাদান একটি বাটিতে নিয়ে নাড়তে থাকুন এবং একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। চুল শ্যাম্পু করার পর এ কন্ডিশনার দিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন এবং অতঃপর ধুয়ে ফেলুন। আপনার চুলের ঘনত্ব অনুযায়ী কন্ডিশনারের পরিমাণ নির্ধারিত হবে।

জলপাই তেল এবং পেপারমিন্ট তেল:

জলপাই তেল চুলকে ক্ষতিকর সূর্যালোক থেকে রক্ষা করে। এটি চুলের গোড়া শক্ত করার পাশাপাশি চুলকে নরম করে তোলে। পেপারমিন্ট তেল চুল বড় করতে সাহায্য করে। এমনকি মাথার তালুতে কোন ইনফেকশন হলেও সেটি প্রতিরোধ করে।

যা যা লাগবে:
আট টেবিল-চামচ জলপাই তেল
নয় ফোঁটা পেপারমিন্ট তেল

প্রণালি:

উপাদানগুলো একত্রে মিশিয়ে ঘন পেস্টে পরিণত করুন। চুল শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন এবং এরপর ধুয়ে ফেলুন।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।