ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

স্ক্রিনের আলোর প্রভাবে ত্বকের যেসব ক্ষতি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
স্ক্রিনের আলোর প্রভাবে ত্বকের যেসব ক্ষতি 

দিনের বেশিরভাগ সময় কাটে ল্যাপটপ, কম্পিউটারে ও মোবাইল ফোনের স্ক্রিনে। অন্য অনেক কিছুর মতোই ক্ষতি হচ্ছে কিন্তু ত্বকেরও।

সারাক্ষণ স্ক্রিনের আলোর প্রভাবে ত্বকে দ্রুত বয়সের ছাপ পড়ে। লাল র‌্যাশ হতে পারে আবার ত্বক কুঁচকে যায়।  

ত্বকের ক্ষতি কমাতে স্ক্রিনে কাজ করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে 

•    দীর্ঘ সময় তাকিয়ে কাজ করায় চোখের চারপাশে ডার্ক সার্কেল হয়। এজন্য  মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনের খুব কাছে থেকে কাজ করবেন না

•    কিছুক্ষণ পরপর চোখ বন্ধ রাখুন কয়েক মিনিট 

•    ত্বক ভালো রাখতে নিয়মিত পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন


•    ইলেকট্রনিক ডিভাইসের সামনে বসে কাজ করবেন, তখন ত্বকের প্রোটেকশনের জন্য সানস্ক্রিন ব্যবহার করুন 

•    সরাসরি স্ক্রিনের দিকে বসে কাজ করতে হলে, প্লাস্টিকের স্ক্রিন পেপার লাগিয়ে নিতে পারেন 

•    শুয়ে শুয়ে খুব কাছে থেকে ল্যাপটপ বা মোবাইল ফোন চালাবেন না

সেই সঙ্গে নিয়মিত ত্বকের যত্ন নিন আর স্বাস্থ্যকর খাবার খান।


বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।