ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীতে ঘরোয়া প্যাকে প্রাণবন্ত ত্বক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
শীতে ঘরোয়া প্যাকে প্রাণবন্ত ত্বক সংগৃহীত ছবি

শীতে রুক্ষ হয়ে যাচ্ছে আমাদের ত্বক। এই সমস্যা কাটিয়ে প্রাণবন্ত ত্বক পেতে ঘরোয়া কয়েকটি প্যাক জেনে নিন।

 

কলার প্যাক 
একটি মাঝারি আকারের পাকা কলা নিন। সঙ্গে যোগ করুন একটি ডিমের সাদা অংশ আর দুই টেবিল চামচ টক দই। পেস্ট করুন সবকিছু একসঙ্গে নিয়ে। এবার ত্বকে মেখে ৪০ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এভাবেই পেতে পারেন উজ্জ্বল দাগহীন, মসৃণ ত্বক। এই প্যাক ক্লিনজার হিসেবে বেস্ট।  

পেঁপের প্যাক
পাকা পেঁপে এক টেবিল চামচ পরিমাণ ভালো করে চটকে নিন। এবার পেঁপের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে ত্বকে মাখুন। আধাঘণ্টা রেখে ধুয়ে নিন। ত্বকের রুক্ষতা দূর হবে, আর এটা সব থেকে ভালো ময়েশ্চারাইজারের কাজও করবে।  

জাফরান 
মাত্র দু’টি উপাদানেই পেতে পারেন কাঙ্ক্ষিত উজ্জ্বল ত্বক। সামান্য জাফরান আর দুধের সর মিশিয়ে প্যাক করে ত্বকে মাখুন। শুধুমাত্র কয়েবার ব্যবহারের পর ত্বকের পরিবর্তন দেখে নিজেই অবাক হয়ে যাবেন।  

ত্বকের যত্নের সঙ্গে সঙ্গে প্রচুর পানি ও ফল রাখুন প্রতিদিনের খাবারে। সুস্থ থাকুন-থাকুন সুন্দর।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এসআইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।