ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নিয়ম অমান্য করে ইট পোড়ানোয় ৪ ভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
নিয়ম অমান্য করে ইট পোড়ানোয় ৪ ভাটাকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। নিয়ম অমান্য করে ইট পোড়ানোর অপরাধে এসময় চারটি ইটভাটাকে মোট সাড়ে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর বিভিন্ন ধারায় চুয়াডাঙ্গা সদর উপজেলার দু’টি ও দামুড়হুদা উপজেলার দু’টি ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন। এর মধ্যে সদর উপজেলার এপেক্স ইটভাটাকে দুই লাখ টাকা, এমএএস ইটভাটাকে তিন লাখ টাকা, দামুড়হুদা উপজেলার এমএমঅ্যান্ডবি ইটভাটাকে দুই লাখ ৫০ হাজার টাকা ও রাইসা ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাকির হোসেন ও পরিবেশ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান অভিযানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।