ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
কুষ্টিয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরের ব্যবসায়ী জহিরুল ইসলাম জানারুলকে কুপিয়ে হত্যার দায়ে রফিকুল ইসলাম (৫১) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত রফিকুল ইসলামের বাড়ি দৌলতপুর উপজেলার দাইড়পাড়া গ্রামে।
 
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ জুন রাত সাড়ে ১১টার দিকে লেনদেন নিয়ে বিরোধের জেরে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জহিরুলকে হত্যা করেন রফিকুল। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী শাহানাজ শারমিন বাদী হয়ে রফিকুলকে আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম মামলার তদন্ত শেষে ২০১৬ সালের ১১ অক্টোবর রফিকুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।  

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, মামলার শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার একমাত্র আসামিকে এ সাজা দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।