ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

হেরোইনসহ গ্রেফতার বিদেশি নাগরিক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
হেরোইনসহ গ্রেফতার বিদেশি নাগরিক রিমান্ডে

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার বতসোয়ানার নাগরিক লেসেডি মোলাপিসির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে, রোববার (২৩ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লেসেডি মোলাপিসিকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা।

সোমবার মামলার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ওই যাত্রী দোহা থেকে কাতার এয়ারলাইন্সে করে রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শাহজালালের সব পয়েন্টে কঠোর নজরদারি রেখে তাকে আটক করা হয়। আটকের পর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২ 
কেআই/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।